সর্বপ্রথম জাহান্নামে যাবে কে - সর্বপ্রথম জাহান্নামে যাবে ৩ শ্রেণীর মানুষ সে ৩ শ্রেণীর বেক্তি হল মুসলমানদের মধ্য ১) আলিম ২) দানবীর ৩) শহীদ
সর্বপ্রথম জাহান্নামে যাবে কে
হযরত মুয়াজ (রা.) রাসূল (সা.) এর কাছ থেকে কিয়ামতের দিন প্রথম তিনজন জাহান্নামে প্রবেশকারী ব্যক্তির উল্লেখ করে একটি হাদীস বর্ণনা করেছেন। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন আলেম, একজন দানবীর ও একজন শহীদ থাকবে। যারা দুনিয়াতে তাদের কর্মের জন্য খুবই উচ্চ মর্যাদার অধিকারী থাকবে। কিন্তু তাদের কাজের নিয়তের ত্রুটির কারণে তারা জাহান্নামী হিসেবে গণ্য হবে। হাদীসটি সহীহ মুসলিম ও জামি তিরমিযিতে উল্লেখ করা হয়েছে।
কিয়ামতের দিন সর্বপ্রথম এই তিন ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে।
সর্বপ্রথম জাহান্নামে যাবে আলিম
আল্লাহ তখন প্রথমেই আলিমকে জিজ্ঞেস করবেন, ‘আমি তোমাকে আমার দ্বীনের জ্ঞান দান করেছিলাম। তুমি এর কী ব্যবহার করেছো?’
তাই আমরা যেন কখনো দুনিয়াবি সম্মানির জন্য মহান আল্লাহর দেওয়া জ্ঞান কে খরচ না করি আমরা সবসময় আল্লার জন্য আল্লার দেওয়া জ্ঞান কে মানুষের কাছে প্রচার করব। তাতে করে আমাদের দুনিয়াতেও সম্মানিত করবেন ও আখিরাতেও সম্মানি করবেন see full post.
No comments:
Post a Comment